Text size A A A
Color C C C C
পাতা

অফিস সম্পর্কিত

 পরিবেশ ও বনমন্ত্রণালয়ের অধীন সরকারী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।  কৃষি ও শিল্প সম্প্রসারণ, নগরায়ন, রাস্তা-ঘাট তৈরী, জনসংখ্যা বৃদ্ধি ইত্যাদি কারণে প্রাকৃতিক বন ও গ্রামীণ বন দ্রুত গতিতে হ্রাস পেতে শুরুর প্রোপটে দেশকে বৃক্ষ সম্পাদে সমৃদ্ধ করে জনগণের কাঠ ও জ্বালানীর চাহিদা পূরণ, দারিদ্র বিমোচন, পরিবেশ সংরক্ষণ তথা প্রাকৃতিক বিপর্যায় থেকে জীবন ও সম্পদ রক্ষা ইত্যাদি উদ্দেশ্যকে সামনে রেখে ১৯৭৬ সালে  উপজেলায় স্থাপিত হয় একটি পূর্ণাঙ্গ বন সম্প্রসারণ বিভাগ। এই কার্যালয়টি একজন ফরেষ্ট রেঞ্জার,একজন ফরেষ্ট গার্ড,তিনজন বাগানমালী ও একজন ওয়াচার সরকারী সেবাদানে নিয়োজিত আছেন। প্রথম দিকে শুধু জনগণের মধ্যে স্বল্প মূল্যে ও বিনা মূল্যে চারা বিতরণ কর্মসূচী থাকলেও আশির দশক হতে সড়ক ও সংযোগ সড়কের ধারে, বাঁধের ধারের পতিত অব্যবহৃত জমিতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে শুরু হয় অংশীদারিত্বমূলক সামাজিক বনায়ন কর্মসূচী এই বিভাগের মাধ্যমে। ফরেষ্ট রেঞ্জার, ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়, চিলমারী, কুড়িগ্রাম।

ছবি